ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ২২:২৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রিতু আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড ঢাকাসহ ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ আজ, প্রাথমিক খোলা বিপজ্জনক দাবদাহ থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে ফিলিপিন্সে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিত

ঠাকুরগাঁওয়ের পাঁচ‌ উপজেলায় বেড়েছে সরিষার আবাদ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলা সহ রাণীশংকৈল , পীরগঞ্জ, হরিপুর, বালিডায়াঙ্গী,উপজেলায় বোরো ধান রোপণের আগেই কম সময়ে সরিষার ফসল ঘরে তোলা যায়। তাই বাড়তি ফসল হি‌সে‌বে তারা সরিষার আবাদ কর‌ছেন এখানকার কৃষকেরা ।

এদিকে চলতি বছর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হ‌য়েছে। বাজারে শর্ষের তেলের চাহিদা বেশি থাকায় গত বছরের চেয়ে এ বছর জেলায় অন্তত ৩ হাজার ৮৬৭ হেক্টরের বেশি জমিতে সরিষার চাষ হয়েছে।ছবি রাণীশংকৈল  উপজেলা থেকে নেওয়া। অনুকূল আবহাওয়া, স্বল্প খরচ, কম পরিশ্রম ও বাজারে ভালো দাম পাওয়ায় ঠাকুরগাঁও‌য়ে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ।

জেলার পাঁচ‌টি উপজেলায় গত পাঁচ বছরের তুলনায় চলতি মৌসু‌মে সরিষার আবাদ বেড়েছে ৫৪ শতাংশ।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ২০১৯-২০ র‌বি মৌসুমে সরিষার আবাদ হ‌য়ে‌ছিল ১২ হাজার ৮২০ হেক্টর জ‌মি‌তে। এ পরিমাণ জ‌মি‌ থে‌কে স‌রিষা উৎপাদন হয় ২২ হাজার ৩৩৩ টন। ২০২১ মৌসুমে চাষ হয়েছিল ১২ হাজার ৬৩৬ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ১৯ হাজার ৬৯৮ টন। ২০২২ মৌসুমে চাষ হয়েছিল ১৩ হাজার ৩৭৪ হেক্টর জমিতে। উৎপাদন ছিল ২১ হাজার ১৭২ টন। ২০২৩ মৌসুমে চাষ হয়েছিল ১৫ হাজার ৯২৩ হেক্টর জমিতে। উৎপাদন হ‌য় ২৪ হাজার ২০৩ টন। চলতি র‌বি মৌসু‌মে আবাদ হ‌য়ে‌ছে ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে। এ থে‌কে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৬৭৪ টন।কৃষক  সা‌দেকুল ইসলাম বলেন, এক বিঘা খে‌তে সরিষা বিক্রি করলে প্রায় ২৪ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। এ পরিমাণ জমিতে সরিষা আবাদে খরচ হয় ৪ থে‌কে ৫ হাজার টাকা। তাই সরিষা আবাদ করে আমরা লাভবান হচ্ছি।

হ‌রিপুর উপ‌জেলার আমগাঁও ইউনিয়নের কৃষক রা‌জনরায় বলেন, এবার দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আশা করা যায় ফলন ভালো হবে।

ঠাকুরগাঁও কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-প‌রিচালক সিরাজুল ইসলাম ব‌লেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার আবাদ বাড়াতে কৃষকদের সার বীজ দিয়ে সহযোগিতা করা হ‌চ্ছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। ফলে এ বছর সরিষার ভালো ফলন হবে বলে আশা করছি।